Sunday, May 10, 2015

রাতের গাড়োয়ান

আজ থেকে আনুমানিক পঞ্চাশ বছর আগের কথা। তৎকালীন বগুড়া জেলার জয়পুরহাটের একটি ঘটনা। সেটি বর্তমানে জয়পুরহাট জেলার বুম্বু গ্রামের অন্তর্ভুক্ত। সেখানে বাস করত এক গাড়োয়ান। তার নাম ছিল মোহাম্মদ মোস্তফা। লোকে তাকে মোস্তফা গাড়োয়ান বলেই ডাকত।
মোস্তফা মিয়া গরুর গাড়ি করে এক বাজার থেকে আরেক বাজারে ঘুরে বেড়াত। গাড়ি করে সে আশেপাশের গঞ্জের বাজারগুলোতে চাল, ডাল, ধান, পাট, গমের ব্যবসা পরিচালনা করত। মোস্তফা মিয়া এক বাজার থেকে কিনে অন্য বাজারে নিয়ে সেগুলো বিক্রি করত। ব্যবসা করেই মোস্তফা মিয়ার সংসার চলত। এভাবে মোস্তফা মিয়ার দিন ভালই চলছে।